সদস্য হওয়ার নিয়ামাবলি ও আদর্শ

১. আগ্রহী প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। জাতীয় পরিচয়পত্র/জম্মনিবন্ধনের ফটোকপি, চারিত্রিক সনদপত্র এবং ৩(তিন) কপি পাসর্পোট সাইজের ছবি জমা দিতে হবে।
২.  আগ্রহী প্রার্থীকে ‘ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব’-এর নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে এবং ভর্তি ফি বাবদ ১০০/-(একশত) টাকা প্রদান করতে হবে। মাসিক         ৫০/-(পঞ্চাশ) টাকা চাঁদা প্রদান করতে হবে।
৩. সদস্য সংখ্যা সীমিত। নির্দিষ্ট সংখ্যক সদস্য হওয়ার পর নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
৪.  ‘ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব’-এর যে কোন সিদ্ধান্ত কার্যনির্বাহী সভা/সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই গ্রহণ করা হবে।
৫.  কোন সদস্য উপরোক্ত নিয়ামাবলি মেনে না চললে বা কোন নিয়ম ভঙ্গ করলে ‘ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব’ এর আহ্বায়ক/সভাপতি যে কোন সময় জরুরি সভা আহ্বায়ন করে কারণ      দর্শীয়ে যে কোন সদস্যের সদস্য পদ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
৬. সাধারণ সভায় এক তৃতীয়াংশ সদস্যের মতামত অনুসারে সকল নিয়মকানুন পরিবর্তন, সংযোজন ও বিয়োজন করিতে পারিবেন।

Notice

Visitors

  • Total Visitors : 18194
  • Today's Visitors : 15
  • Online : 1