সুভাজন
“জার্নাল বাংলাদেশ” পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নিন।
আপনি জেনে খুশি হবে যে, একঝাঁক তরুনের অদ্যম প্রেরণায় ময়মনসিংহ থেকে “জার্নাল বাংলাদেশ” প্রকাশিত হচ্ছে। বৃহত্তর ময়মনসিংহ সহ দেশের মাটি ও মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে চাই এতে। একুশ শতকের সংবাদপত্রের এই চিন্তা চেতনায় আপনিও আমাদের একান্তই আস্থাভাজন। আমাদের বিশ্বাস আপনার আন্তরিকতা ও সুচিন্তিত লেখনি আমাদের কর্ম প্রচেষ্টাকে আরো এক ধাপ এগিয়ে নেবে।
আমরা খুঁজছি তাকেই- চোখ দিয়ে যা দেখি, কান দিয়ে যা শুনি, মনের বিশ্লেষণ দিয়ে ঘটনার পিছনের সত্যকে উদ্ভাবন করে নিরুঙ্কুষ ভাবে লিখতে পারা, কোন ব্যক্তি বা গোষ্ঠির পক্ষে তাবেদারী নয়, সমাজ উন্নয়নের লক্ষ্যে, দেশের স্বার্থে, স্বাধীনতার পক্ষে কথা বলে, তাকেই খুঁজছে “জার্নাল বাংলাদেশ”।
ঘটতে যাচ্ছে বা ঘটে যাওয়া ঘটনা- লিখে পাঠান।
বিজ্ঞাপন দিন।
যোগাযোগ :
মীর প্লাজা, ৩য় তলা, ৮৮ সি.কে ঘোষ রোড, ময়মনসিংহ।
ফোন: ০১৭১১৬৮৪১০৪, ০১৭১২২৩৪১৬৩, ০১৭৪৩৭৫৩৬৭৮
ই-মেইল: news@journalbangladesh.com
আন্তরিক শুভেচ্ছান্তে
এ.কে.এম. ফখরুল আলম বাপ্পী চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশক
জার্নাল বাংলাদেশ