শান্ত !! ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন। ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক এইচ.এম. ফারুক ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হওয়ায় বুধবার সকালে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব কার্যালয়ে এক শুভেচ্ছা সভার আয়োজন করে ক্লাবের সদস্য-নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নব নির্বাচিত জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এইচ.এম. ফারুক-কে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সভাপতি এ.কে.এম. ফখরুল আলম বাপ্পী চৌধুরী ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় ক্লাবের মূখ্য সমন্বয়ক স্বাধীন চৌধুরী, সুবর্ণ বাংলার সম্পাদক আরিফ রেওগীর, সাংবাদিক বদরুজ্জামান শামীম, দৈনিক মাটি ও মানুষ বার্তা সম্পাদক বেলাল হোসেন প্রান্ত, সাংবাদিক এটিএম মনিরুজ্জামান, আল-আমিন, রোজেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পূর্ব এজেন্ডায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন, ময়মনসিংহ জার্নাল-এর প্রকাশনা এবং ক্লাব সদস্যদের নিয়ে পিকনিক সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় ক্লাবের সকলের সহযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর কর্মকান্ডকে আরও গতিশীল করতে ক্লাব নেতৃবৃন্দ সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। উক্ত সভায় উপস্থিত সদস্যবৃন্দ খোলামেলা গঠনমূলক আলোচনা করেন।