ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মুখপত্র 'ময়মনসিংহ জার্নাল'

সম্মানিত শুভার্থী ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এবং এর মুখপত্র 'ময়মনসিংহ জার্নাল' এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। বর্তমানে বাংলাদেশে গণমাধ্যমের উলেস্নখযোগ্য ভূমিকা সর্বজনবিদিত। গণমাধ্যমকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক করতে গণমাধ্যম সংগঠনকেই ভূমিকা নিতে হবে। নিপুণ পেশাদারিত্বের লক্ষ্যে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে প্রশিক্ষণের যেমন প্রয়োজন তেমনি মানসম্মত প্রকাশনাও অনির্বায ভূমিকা রাখে সংবাদকর্মীদের উন্নয়ন ও বিকাশে। উল্লেখ্য যে, ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার দিনেই প্রতিষ্ঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব। যা ঐতিহাসিক সন্ধিক্ষণ। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত, অনুমোদিত। যা বৃহত্তর ময়মনসিংহের সর্ববৃহৎ ও গণমাধ্যমকর্মীদের ঐক্যের সংগঠন। এর মুখপত্র হিসেবে 'ময়মনসিংহ জার্নাল' শুধু ময়মনসিংহ অঞ্চল নয়- যা বাংলাদেশের উল্লেখযোগ্য অনন্য গণমাধ্যম সাময়িকী হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এর সাথে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের সংযুক্তি, সম্পৃক্তি ও সহযোগিতা প্রয়োজন। সকলের বহুমাত্রিক অংশগ্রহণে 'ময়মনসিংহ জার্নাল' অত্যন্ত মানসম্মত, সমৃদ্ধ প্রকাশনা হিসেবে বাংলাদেশের গণমাধ্যম আঙ্গিনাকে উজ্জল করবে- প্রত্যাশা করছি। শুভেচ্ছান্তে এ.কে.এম. ফখরম্নল আলম বাপ্পী চৌধুরী সভাপতি ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর মুখপত্র ময়মনসিংহ জার্নাল এর অনুষঙ্গ ১. ময়মনসিংহ জার্নাল এর সাইজ হবে 'ম্যাগাজিন' সাইজ। বর্ণাঢ্য প্রচ্ছদ ও ডেকোরেশনসহ বোর্ড বাঁধাই লেমিনেশনে অন্যূন ১৫০ পৃষ্ঠার প্রকাশনা। মুদ্রিত কপির সংখ্যা ১০০০০ কপি। ১০০ গ্রাম অফসেটে ইনার মুদ্রণ। বাণী, শুভেচ্ছা, ও কর্পোরেট বিজ্ঞাপনে ৪ রঙের ব্যবহার। ২৬ মার্চ-২০১৭'তে বর্ণাঢ্য অনুষ্ঠানে মোড়ক উম্মোচন করা হবে ময়মনসিংহ জার্নাল-এর। ২. গণমাধ্যম সংশিস্নষ্ট সকল ইস্যুই অগ্রাধিকার পাবে 'ময়মনসিংহ জার্নাল'-এ। ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর কার্যক্রম ও কর্মসূচি সচিত্র প্রতিবেদন স্থান পাবে এ প্রকাশনায়। নবগঠিত ময়মনসিংহ বিভাগের ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশাপাশি অগ্রযাত্রার সচিত্র কার্যক্রম ও কর্মসূচি তোলে ধরা হবে নানাজনের লেখনীতে। ৩. সংবাদপত্র, সংবাদমাধ্যম, সাংবাদিকতার ইতিহাস, ঐতিহ্য নিয়ে থাকবে গণমাধ্যম ব্যক্তিত্বদের লেখামালা। এতে দেশবরেণ্য সাহিত্যিক- সাংবাদিক-সম্পাদকদের লেখায় ফুটে উঠবে বাংলাদেশের গণমাধ্যম চালচিত্র। বিশেষ লেখকদের লেখা, সাংবাদিকদের বিশেষ লেখা, সংবাদ বিশেস্নষণ, সংবাদপত্রের নীতিমালা, আদর্শ, সংবাদপত্র আইন, আঞ্চলিক সংবাদপত্র ও সাংবাদিকতা নিয়ে থাকবে বৈচিত্র্যময় লেখা। ঐতিহ্য, সংস্কৃতি, রূপকল্প, অন্যান্য জেলা পরিচিতি, গণমাধ্যমকর্মীদের পরিচিতি, সাক্ষাৎকার স্থান পাবে 'ময়মনসিংহ জার্নাল'-এ। গল্প, কবিতাসহ সাহিত্যের মৌলিক শাখাগুলোতে লিখবেন বরেণ্য লেখকরা। আমরা স্মরণ করবো আমাদের প্রয়াত গণমাধ্যম ব্যক্তিত্বদের- যাদেরকে আমরা হারিয়েছি সময়ের নানা বাঁকে। সহযোগিতা, অনুদান, বিজ্ঞাপন বিষয়ে জ্ঞাতব্য 'ময়মনসিংহ জার্নাল' ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্থ অনুদান সহযোগিতা গ্রহণ করবে প্রাপ্তি স্বীকারপত্র দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতায়- যা প্রয়োজনে পূর্ণপৃষ্ঠায় রঙিন বিজ্ঞাপনে মুদ্রিত হতে পারে। বিজ্ঞাপনের ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠানের পণ্য, গুডউইল প্রচার, প্রতিষ্ঠানের আঙ্গিক তোলে ধরতে ক্যাম্পেইন করতে পারবেন একাধিক রঙিন কিংবা সাদা-কালো পৃষ্ঠায়। আমাদের সাথে আপনি ও আপনার প্রতিষ্ঠানের সম্পৃক্ততা চাই বিজ্ঞাপন বন্ধুতায়।

Notice

Visitors

  • Total Visitors : 18384
  • Today's Visitors : 16
  • Online : 1